আলোচিত কণ্ঠশিল্পী নোবেলের অফিসিয়াল 'নোবেল ম্যান' ইউটিউব চ্যানেলটি ব্যান করা হয়েছে। - SPECIFIC TIME

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, August 8, 2020

আলোচিত কণ্ঠশিল্পী নোবেলের অফিসিয়াল 'নোবেল ম্যান' ইউটিউব চ্যানেলটি ব্যান করা হয়েছে।

আলোচিত কণ্ঠশিল্পী মঈনুল আহসান নোবেলের ‘নোবেল ম্যান’ নামের ১৪ লাখের ইউটিউব চ্যানেলটি ব্যান করা হয়েছে। 


সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান `ও এলডি ম্যাক্সট্যানের' রিপোর্টের ভিত্তিতে নোবলের ইউটিউব চ্যানেলটি বন্ধ করা হয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে ওএলডি ম্যাক্সট্যানের ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।


ঐ পোষ্টে বলা হয়েছে, ‘জনপ্রিয় সারেগামাপা খ্যাত গায়ক ‘মঈনুল আহসান নোবেল’ ওরফে 'নোবেল ম্যান' 1.45 সাবস্ক্রাইবের ইউটিউব চ্যানেল আমাদের গ্রুপের পক্ষ থেকে রিমুভ করা হল।


কথা দিয়েছিলাম আপনাদের সবার আশা আকাঙ্ক্ষা আর কথা আমরা পূরণ করে যাব ও একটি আদর্শ সাইবার স্পেস হিসেবে উপহার দিবো।


এরপর ইউটিউবে ‘নোবেল ম্যান’ নামের চ্যানেলটি আর খুঁজে পাওয়া যায়নি।


উল্লেখ্য, বাংলাদেশি যুবক নোবেল কলকাতার জি বাংলায় গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। কিন্তু পরবর্তীতে তার বিরুদ্ধে অশ্লীলতা, ঔদ্ধত্যপূর্ণ আচরণ, কপিরাইট আইন ভঙ্গসহ নানা অভিযোগ ওঠে।


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও কটুক্তিমূলক মন্তব্য করে পরে ক্ষমা চান। 


সর্বশেষ ‘বাংলা মিলবে কবে’ গানের গীতিকার ও সুরকার সৈকত চট্টোপাধ্যায়ের সঙ্গে লিখিত চুক্তি ছাড়াই গানটি ইউটিউবে প্রকাশ করেন নোবেল। এরপরেই তার বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ উঠে।


তবে বর্তমান সময়ে আজ শনিবার (৮ আগষ্ট)  দুপুরের পর 'নোবেল ম্যান' চ্যানেলটি ইউটিউবে সার্চ করলে পাওয়া যাচ্ছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here