রামু, গর্জনিয়া কচ্ছপিয়া ইউনিয়নের পুলিশ ফাঁড়ি ইনচার্জ আনিছুর রহমান এবং এসআই হুমায়ূন কবিরের বিরুদ্ধে অনেকদিন ধরে ঘুষ নেওয়ার অভিযোগ করে আসতেছে গর্জনিয়ার সাধারণ জনগণ।
তারা জানায় ইনচার্জ আনিছুর রহমান এবং এসআই হুমায়ুন কবিরসহ মিলে গর্জনিয়ার সাধারণ মানুষের উপর অনেক দিন ধরে অত্যাচার করে আসতেছে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে চাইলে মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রাখেন। তাই কেউ মুখ খুলার সাহস পাচ্ছে না বলে জানায়।
তারা আরো বলেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমারের চেয়ে ও বেশি নির্যাতন করতেছে গর্জনিয়া, কচ্ছপিয়া মানুষের উপর ইনচার্জ আনিছুর রহমান এবং এসআই হুমায়ূন কবির।
সূত্রে জানা যায় গর্জনিয়া, কচ্ছপিয়ার গরীব দুঃখী মানুষগুলো অন্যের কাছ থেকে গাড়ি ভাড়া করে চালিয়ে টাকা আয় করে কিন্তু সেই টাকা থেকে প্রতিদিন গর্জনিয়ার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান ও এসআই হুমায়ূন কবির চাঁদাবাজি করে নিয়ে ফেলে বলে অনেকেই অভিযোগ করেছেন।
আরো জানা যায় গর্জনিয়া, কচ্ছপিয়ার সাধারণ মানুষগুলো কোনো ঘটনা নিয়ে গর্জনিয়ার পুলিশ ফাঁড়ির কাছে সাহায্য চাইতে গেলে ইনচার্জ আনিছুর রহমান ও এসআই হুমায়ূন কবির আগে ঘুষ না দিলে কোন কথাও বলে না।
বর্তমানে গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ইনচার্জ আনিছুর রহমান ও এসআই হুমায়ূন কবির ঘুষের বাণিজ্য করতেছে বলে জানায় তারা মাসে ১০ থেকে ১৫ লক্ষ টাকা সাধারণ মানুষ থেকে ঘুষ নেন বলে অভিযোগ করেছেন। গর্জনিয়ার গরীব দুঃখী মানুষগুলো তাদের কাছে যে কোন ঘটনা নিয়ে গেলে টাকা ছাড়া কিছু সহযোগিতা পাচ্ছে না বলে অভিযোগ করেন।
মাননীয় সংসদ সদস্য এমপি আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এবং কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের গর্জনিয়া, কচ্ছপিয়ার সাধারণ মানুষ দৃষ্টি আকর্ষণ করলেও এখনো তাদের কোন সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন।
No comments:
Post a Comment