শিক্ষার্থীদের বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানিয়েছেন শিক্ষা মন্ত্রনালয়ের।
সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ‘মিনিস্ট্রি অব এডুকেশন বোর্ড’, নামে ভুয়া পেইজ ও প্রোফাইলে লেখা হচ্ছে, ‘এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত। স্বাস্থ্যবিধি মেনে অক্টোবরের ১৫ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। রুটিন প্রকাশিত হবে ১ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়। এটি সম্পূর্ণ ভাবে গুজব ছড়ানো হয়েছে শিক্ষার্থীদের বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানিয়েছেন শিক্ষা মন্ত্রনালয়।
আরো বলা হয়েছে, এই পেজের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ও এইচএসসি ও সমমানের পরীক্ষা সংক্রান্ত আরো অনেক কিছু গুজব ছড়াচ্ছে কিছু দুষ্কৃতিকারীরা এবং বিভিন্ন কাল্পনিক তারিখ ও ঘোষণা করেছে। এরা বিভিন্ন ভাবে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের বিভ্রান্ত করতেছেন। যা সম্পুর্ন মিথ্যা ও কল্পনাপ্রসুত।
এ বিষয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকতে সাথে সাথে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেছে শিক্ষা মন্ত্রনালয়।
এই বিষয়ে শিক্ষা মন্ত্রনালয় বলেছেন, স্বাস্থ্য ঝুঁকি থাকায় কখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে এবং কখন এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। উপযুক্ত পরিবেশ বিরাজ করলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দেয়া হবে এবং পরীক্ষা নেয়া হবে সাথে সাথে তারিখ ও সময়সূচি গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
উল্লেখ্য শিক্ষা মন্ত্রণালয়ের একটি ভেরিফাইড ফেসবুক পেইজ রয়েছে। প্রয়োজনে ভেরিফাইড পেজ দেখে সব ধরনের শিক্ষা সংক্রান্ত তথ্য সম্পকে নিশ্চিত হওয়ার অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রনালয়।
No comments:
Post a Comment