রামুর কচ্ছপিয়াতে ইয়াবা কার্বারী নিয়ে চলছে নাটক। - SPECIFIC TIME

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, July 21, 2020

রামুর কচ্ছপিয়াতে ইয়াবা কার্বারী নিয়ে চলছে নাটক।

রামুর কচ্ছপিয়া ইউনিয়নে সদ্য প্রকাশিত ইয়াবা ব্যবসায়ী নামে আলোচিত হওয়া আব্দুর রহমানকে ঘিরে চলছে নাটক আর নাটক। একদল বলছে সে কুখ্যাত ইয়াবা ডন,তারা মামলা,মানববন্ধন ইত্যাদি করে চলছে।অন্যদল বলছে তাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে,তারা তা নিয়ে সংবাদ সম্মেলন, নেতা সম্মেলন ইত্যাদি করে যাচ্ছে। অন্যদিকে প্রশাসনের কোন ভুমিকা নেই,তারা দর্শকের ভূমিকায়। তারা দুই পক্ষ আওয়ামীলীগ করে বলে জানা গেছে। তাদের এই মতভিন্নতা দেখে সাধারণ মানুষ এখন বিপাকে পড়ছে। তারা জানতে চাই এর শেষ কোথায়?
সাধারণ মানুষের প্রশাসনের প্রতি দাবি, যদি সে নির্দোষ হয় তাহলে ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেয়া হওক।আর যদি সে সত্যি ইয়াবা কার্বারী হয় তাহলে যারা তার সঙ্গ দিচ্ছে,তাকে যেই নেতারা প্রোটেকশন দিচ্ছে সকলকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেয়া হওক। 
সাধারণ জনগন প্রশাসনকে সহায়তা চাই। খুব তাড়াতাড়ি এই ঘটনা তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ জানায়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here