বান্দরবান, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের কম্বনিয়ার সৌদি প্রবাসী ফরিদুল আলম, বর্তমান মেম্বার আলি হোসেন ও তাদের ৪ পরিবারের ৫০ /৬০ বছরের দখলিয় জমি,বাগানসহ সন্ত্রাসী কায়দায় দখল করতে মরিয়া হয়ে উঠেছে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানি।
এ বিষয়ে প্রবাসী ফরিদুল আলম, মেম্বার আলি হোসেন,আবুল কাশেম, ফজলে রাব্বি সাজ্জাদ বাদী হয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়,জেলা প্রশাসক বান্দরবান,পুলিশ সুপার বান্দরবান,জোন কমান্ডার ১১ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন, সংসদ সদস্য রামু কক্সবাজার সদর ৩, বান্দরবান ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব বরাবর অভিযোগ দায়ের করেন।
অভিযোগে প্রকাশ বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ২৭০ নং নাইক্ষ্যংছড়ি মৌজার কম্বনিয়া এলাকায় আমাদের ৪ পরিবারের সরকারি খাস জায়গা বহু অর্থ ব্যয়ে এবং নিজেরাই পরিশ্রমে আবাদ করে রাবার ও একাশি গাছের বাগান করিয়া বিগত ৫০/৬০ বৎসর যাবৎ ভোগ দখল করিয়া আসিতেছি। এমতাবস্থায় আমাদের জায়গার প্রতি লোভের দৃষ্টি পড়ে নুরুল আমিন কোম্পানির।
সে বিগত ৫ বৎসর পূর্বেও আমাদের জায়গা জোর পূর্বক জবর দখলের উদ্দেশ্য হামলা করিলে, আমরা প্রতিহত করি ঐ সময় তিনি জবর দখল করিতে পারে নাই। এর পর হইতে হুমকি দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় গত ১৪ জুলাই পূনরায় জবর দখল করার জন্য কচ্ছপিয়ার সাবেক চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানির নেতৃত্বে
কক্সবাজার ও রামুর বহিরাগত ৪৫-৫০ জনের সন্ত্রাসী বাহিনী কিরিচ,দা,লোহার রড়,কোড়াল,হন্তা নিয়ে এসে আমাদের জায়গা জোর পূর্বক দখলের উদ্দেশ্য জঙ্গল কর্তন করিয়া তথায় খামার বাড়ী তৈরি করার চেষ্টা করে। আমরা বাধা দিলে চেয়ারম্যানের ভাড়া করা লোকসহ তিনি আমাদেরকে মারার জন্য গালি গালাজ করিতে করিতে আমাদের দিকে আগাইয়া আসে। আমরা প্রাণের ভয়ে ঘটনাস্থল হইতে চলে যায়। এর পর এলাকাবাসী ও পুলিশসহ পূণরায় ঘটনাস্থলে আসার আগমুহূর্তে নুরুল আমিন কোম্পানি দলবল নিয়া পালিয়ে যায়।
বর্তমানে বলাবলি করিতেছে যে, আমারা যদি জায়গা ছেড়ে চলে না যায় আমাদের প্রাণে মারবে বিভিন্ন মিথ্যা মামলা জড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। নুরুল আমিন কোম্পানি তার এলাকায় অসহায় লোকদের মধ্যে দানবীর ব্যক্তি সেজে কিছু সাহায্য করে তাদের সহায় সম্পত্তি ছিনিয়ে নিয়ে দখল করে নিচ্ছে। রামু উপজেলার গর্জনিয়া বাজারে হিন্দু সম্প্রদায়ের জায়গা জোরপূর্বক ভাবে জায়গা দখল করিয়া ফেলে। যেকোন লোক তাহার বিরুদ্ধে প্রতিবাদ করিলে তাহাদেরকে মিথ্যা মামলা দিয়া এলাকা ছাড়া করার অভিযোগ ও আছে তার বিরুদ্ধে। আমাদের ভোগ দখলিয় জায়গায় পূণরায় জবর দখলের উদ্দেশ্যে আসিলে রক্তপাত সহ খুন খারাবির আশঙ্কা করছেন ফরিদুল আলমসহ তাদের পরিবার।
নুরুল আমিন কোম্পানি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীর কাটা হইতে নাইক্ষ্যংছড়ি উপজেলার কম্বনিয়া এলাকায় এসে হত্যার হুমকি ধামকি দিয়ে জোরপূর্বক ভাবে জায়গা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তাই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ও শান্তিপূর্ণ ভাবে আমাদের বসবাসের নিমিত্তে নুরুল আমিন কোম্পানিসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন প্রবাসী এ পরিবার।
এ বিষয়ে নুরুল আমিন কোম্পানির কাছ থেকে মুঠোফোনে জানতে চাইলে তিনি এসব কথা অস্বীকার করে ঐ জায়গাটি তার বলে দাবী করেন।
No comments:
Post a Comment