বিতর্কিত লাইকার অপু ভাই ও মামুনসহ কয়েকজনের আইডি ব্যান করে দেওয়া হয়েছে। - SPECIFIC TIME

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, August 4, 2020

বিতর্কিত লাইকার অপু ভাই ও মামুনসহ কয়েকজনের আইডি ব্যান করে দেওয়া হয়েছে।

ব্যান করে দেওয়া হয়েছে লাইকিই-টিকটকার অপু-মামুনের আইডি।


মারামারিও হিংসাত্মক বিষয়ে তরুণ সমাজকে বিপথে নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়ে ‘সাইবার-৭১’।

সোমবার (০৩ জুলাই) রাতে সামাজিকমাধ্যম ফেসবুকে ‘সাইবার-৭১’ অফিসিয়াল পেইজে এই তথ্য জানানো হয়েছে। 

এ বিষয়ে সাইবার-৭১ পরিচালক আবদুল্লাহ আল জাবের হৃদয় জানান, অপু-মামুনসহ বিকৃত ভিডিও প্রস্তুতকারীদের বিষয়ে লাইকিইর আঞ্চলিক প্রধানের সঙ্গে কথা হয়েছে। অপু- মামুনের আইডি খুব শ্রীঘ্রই ব্যান করা হবে বলে জানিয়েছেন তারা।

হৃদয় আরো জানান, এ বিষয়ে টিকটকের অফিসিয়াল পেইজেও ঘোষণা দেওয়া হয়েছে। 

এদিকে জনপ্রিয় ভিডিও অ্যাপ লাইকিই বিতর্কিত মুখ ‘অপু ভাই’কে সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। 

এর আগে, রোববার উত্তরা পূর্ব থানাধীন ৬ নম্বর সেক্টরের আলাউল এভিনিউ এলাকায় সড়কে এক ব্যক্তিকে মারধর করেন অপু। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার সন্ধ্যায় আলাউল এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অপুকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা ব্যাপক সন্তুষ্টি প্রকাশ করছে।

উল্লেখ্য, চীনা অ্যাপ লাইকিই-টিকটকে নানা ধরণের বিকৃত ভিডিও তৈরি করে ব্যাপক আলোচনায় আসে অপু। সামাজিকমাধ্যমে নতুন ‘গ্যাং কালচার’ তৈরি অভিযোগ রয়েছে অপু ও মামুনসহ একাধিক লাইকিই এবং টিকটকারের বিরুদ্ধে। 

অপুকে গ্রেফতারের পর এবার মামুনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।  

আজ (মঙ্গলবার) অপু ভাই এবং মামুনসহ আরো কয়েকজনের আইডি ব্যান করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here