রাতে জায়েদ খান অপু বিশ্বাসের বাসায় গিয়ে ছিলেন, তখই সাকিব খান চলে আসে এবং সবার সামনে অপু বিশ্বাসকে লাথি মারে। - SPECIFIC TIME

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, August 3, 2020

রাতে জায়েদ খান অপু বিশ্বাসের বাসায় গিয়ে ছিলেন, তখই সাকিব খান চলে আসে এবং সবার সামনে অপু বিশ্বাসকে লাথি মারে।

বাংলা ফিল্মের অন্যতম চিত্র নায়িকা অপু বিশ্বাস তাকে বলা হয় ঢালিউডের কুইন।

অনেক দিন ধরে  তিনি বাংলা চলচ্চিত্র থেকে দূরে আছেন। কিন্তু যতদিন তিনি বাংলা চলচ্চিত্রে কাজ করেছেন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

তবে তার জনপ্রিয়তার পেছনে অনেকেই বলছেন শাকিব খানের অবদান। শাকিব খানের কারণে তিনি এত জনপ্রিয়তা অর্জন করতে পেরেছেন। শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো ছবি করেছেন প্রতিটির ছবির অভিনেতা ছিলেন শাকিব খান।

সম্প্রতি জায়েদ খান একটি ফেসবুক লাইভে বলেন শাকিব-অপুর ঘর ভেঙেছে নাকি আমার কারণে, এরকম অনেক কথা হয়েছে জায়েদ খানকে নিয়ে।

জায়েদ খান আরো বলেন, শাকিব ভাই বিভিন্ন টেলিভিশনসহ অনেক জায়গায় বলেছে যে, অপুকে আমি জায়েদের সঙ্গে হাতে নাতে ধরেছি! শাকিব ভাইয়ের এমন কথায় আমি খুবই লজ্জিত হয়েছি। কারণ তিনি আমাদের সিনিয়র, কিভাবে অপু বিশ্বাস তার স্ত্রী হওয়ার পর এভাবে কথাগুলো বলতে পারেন তা আমি বুঝি না। এটা খুবই বাজে একটা কথা।’সম্প্রতি একটি ফেসবুক লাইভ অনুষ্ঠানে এসে কথাগুলো বলছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

অনুষ্ঠানে জায়েদ খান বলেন, ’আমি একদিন রাত সাড়ে দশটায় গুলশানে অপু বিশ্বাসের বাসার নিচে তার বোনসহ কথা বলছিলাম। সেখানে আমি একটা সিনেমায় কাজ করার বিষয়ে কথা বলতে গিয়েছিলাম। অপু তখন একজন স্টার তার সঙ্গে কাজ করার ইচ্ছা তো থাকতেই পারে। আর তখন আমরা জানতাম না যে,

সে শাকিব খানের স্ত্রী। বিষয়টি সে সময় গোপন ছিল। আমরা কথা বলছিলাম তখনই শাকিব ভাই চলে আসেন, এসেই অপু বিশ্বাসকে মারতে শুরু করেছে। আমার সামনে অপুকে লাথি মারলো। তখন আমি শাকিব ভাইকে বললাম ভাই, এটা কী করলেন? আপনি একজন স্টার মানুষ।’তিনি আরো বলেন, অপুকে মারার দৃশ্য অনেকেই দেখছিলেন। বাসার দারোয়ানরা দেখছিলেন। তখন আমি ভাইকে সাইডে নিয়ে গিয়ে বললাম ভাই, আপনি একজন স্টার মানুষ; আপনি এসব করলে, দারোয়ান আছে, মানুষজন দেখলে কী বলবে? তখন শাকিব ভাই বলল, না না আমি আর ওর সাথে নাই।

এই বিষয়টি নিয়ে তিনি বিভিন্ন জায়গায় বলেছেন, আমি অপুকে জায়েদের সঙ্গে হাতেনাতে ধরেছি! এই কথাগুলো আমার কাছে খুব খারাপ লাগছে। তিনি একজন সিনিয়র শিল্পী; তিনি কিভাবে এটা বলতে পারলেন?এদিকে চলচ্চিত্রের ১৮ সংগঠন শিল্পী সমিতির সাধারণ সম্পাদককে জায়েদ খানকে বয়কট করেছেন। অন্যদিকে চলচ্চিত্র থেকে বাদ দেওয়া ১৮৪ জন শিল্পীকে বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন। দীর্ঘদিন গোপনে বিয়ে করার পর সংসার জীবন অতিবাহিত করেছেন শাকিব অপু দম্পতি এবং এক পর্যায়ে তাদের যখন সন্তান আসে তখনও এ বিষয়টি কেউ উপলব্ধি করতে পারেনি।


কিন্তু এক পর্যায়ে বিভিন্ন দাম্পত্য কলহের জন্য সন্তান নিয়ে গণমাধ্যমের সামনে আসতে বাধ্য হয়  অপু বিশ্বাস এর পর থেকেই শোরগোল পড়ে যায় চলচ্চিত্র পাড়ায় কিন্তু শাকিব খান পরবর্তীতে অপুকে মেনে নিতে অসঙ্গতি প্রকাশ করে এবং তার বিরুদ্ধে নানা অভিযোগ তোলে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here