তিনি আরো জানান ধারাবাহিকতায় রামু থানার অফিসার ইনচার্জ জনাব আবুল খায়ের স্যার মাদকের বিরুদ্ধে অবগত আছেন। (০৫)
এর ধারাবাহিকতায় গর্জনিয়ার পুলিশ ফাঁড়িও অফিসার ইনচার্জ জনাব আনিছুর রহমান মাদকবিরোধী অভিযানে অবগত আছেন। (০৫)
এবং গর্জনিয়া বাসীন্দারা জানিয়েছেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জনাব আনিছুর রহমান আসার পর থেকে কচ্ছপিয়া এবং গর্জনিয়াবাসী অনেক নিরাপদে আছেন। ইতিমধ্যে অনেক মাদক সেবন কারি থেকে শুরু করে ডাকাতি অপহরণকারী সন্ত্রাসী চাঁদাবাজি শিশু ধর্ষন মাদককারবারীকে জেলে পাঠিয়েছেন। গত কিছুদিন আগেও কচ্ছপিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নদীর পচ্ছিমকুল এলাকায় রাতের আধারে গহিন পাহাড়ি পথ পাড়ি দিয়ে ৪ বছরের এক শিশু ধর্ষককারীকে জেলে পাঠিয়েছেন। তাই এলাকায় সাধারন মানুষ পুলিশ আনিছুর রহমানকে সাগতম জানিয়েছেন। (০৫)
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাছিনা মাদকের বিরুদ্ধে জিরু ট্রলারেঞ্জ ঘোষনা করেছেন তা বাস্তবায়ন করা হওয়া চাই সাধারণ জনগণ। (০৫)
গর্জনিয়াবাসী আরো বলেছেন বাংলাদেশ পুলিশ বাহিনীকে সাথে নিয়ে আমরাও যুবসমাজ এক সাথে কাজ করবো। আশাকরি আপনাদের সহযোগিতা সবসময় থাকবে। মাদকমুক্ত হলে আমরা ফিরে পাব একটি সুন্দর সমাজ একটি সুন্দর ভবিষ্যৎ এবং একটি সুন্দর জীবন। (০৫)
No comments:
Post a Comment