কক্সবাজার সদর উপজেলার কলাতলী বেলী হ্যাচারী মোড় মেরিন ড্রাইভ রোডস্থ শফির ভাত ঘরের সামনে থেকে ২৫০০ পিস ইয়াবা নিয়ে এক মাদক পাচারকারীকে আটক করেছে। কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক মাদক পাচারকারী হলেন রামু রশিদনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পানির ছড়ার মৃত মোজাহের আহাম্মদের ছেলে মিজানুর রহমান (৩২)।
বুধবার (২২জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন কলাতলী কলাতলী বেলী হ্যাচারী মোড় মেরিন ড্রাইভ রোডস্থ শফির ভাত ঘরের সামনে ২৫০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন -২০১৮ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক কক্সবাজার মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছেন মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে। কক্সবাজারকে খুব তাড়াতাড়ি মাদকমুক্ত করা হবে।
No comments:
Post a Comment